Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

দেওকলস ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

১।    হাসপাতালে চিকিৎসা পাওয়া সকলের অধিকার।
২।    বহিঃবিভাগ সকাল৮.৩০টা হইতে বিকাল ২.৩০টা পর্যন্ত খোলা(সরকারী ছুটির দিন ছাড়া।)
৩।    জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা(সরকারী ছুটি এবং অন্যান্য সকল ছুটির দিনেও।
৪।    বর্হিবিভাগে বিদ্যমান সুযোগ-সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এবং  প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
৫।    সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ বিনামূল্যে প্রদান এবং চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতা কেক্রয় করতে হতে পারে।
৬।    ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ।
৭।    চিকিৎসা পরামর্শ অনুযায়ী বিনামূলে রক্ত,মল,মুত্র, কফ পরীক্ষা এবং এক্স-রে সুবিধা।
৮।    ডাইরিয়া রোগীর জন্য ও আরটি কর্ণার সহ ২৪ ঘন্টা চিকিৎসা সুবিধা।
৯।    দিবা-রাত্রি ২৪ ঘন্টা জরুরী প্রসূতিসে বা( ডেলিভারীচিকিৎসা সুবিধা)।
১০।    বিদ্যমান সুযোগ-সুবিধা অনুযায়ী সাধারন ও মেজর অপারেশন সুবিধা।
১১।    স্বাস্থ্য কর্মীর সরাসরি তত্বাবধানে(ডটস) যক্ষা রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ।
১২।    ০-১ বছর বয়সী শিশু দের ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্ঠংকার, হাম, পোলিও, যক্ষা ও হেপাটাইটিস রোগের প্রতিষেধক টিকা।
১৩।    ০-৫ বছর বয়সী শিশু দের আই,এম,সি,আইকর্ণারে আলাদা ভাবে চিকিৎসা সেবা।
১৪।    নিউমোনিয়া রোগের চিকিৎসা সেবা।
১৫।    ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের সিডউল মোতাবেকটিটি০৫ ডোজধনুষ্টংকারের টিকা।
১৬।    হাসপাতালে আগতরোগী ওরো গীদের সঙ্গীদের স্বাস্থ্য পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান।
১৭।    সক্ষমদম্পতিদেরমধ্যেপরিবারপরিকল্পনাবিষয়কপরামর্শপ্রদানওপদ্ধতিনির্বচনেসহায়তা।
১৮।    বিভিন্নউপ-স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যওপরিবারকল্যাণকেন্দ্রথেকেরেফারকৃতরোগীদেরঅধিকতরগুরুত্বসহকারেসেবাপ্রদান।
১৯।    ভর্তিযোগ্যরোগীদেরঅন্তঃবিভাগেভর্তিওচিকিৎসাসেবা।
২০।    প্রয়োজনবোধেউন্নতচিকিৎসারজন্যকোনকোনরোগীকেজেলাহাসপাতাল/মেডিকেলকলেজহাসপাতালেরেফারকরা।
২১।    সরকারীনীতিমালারআওতায়এ্যাম্বুলেন্সসার্ভিসসকলেরজন্যউন্মুক্ত।