Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন একটি পরিচিত জনবহুল  এলাকা। এই এলাকার লোকজন অমায়িক ও আতীতেয়তা পূর্ণ মনোভাবের অধিকারী। দেওকলস ইউনিয়ন বাসীর রয়েছে আত্বমর্যাদা. মান সম্মান এমনকি ধন সম্পদ।

দেওকলস ইউনিয়ন বাসীর মুখের ভাষা সাধারণত বাংলা। বাংলা ভাষার মধ্যে সিলেটি আঞ্চলিক ভাষার প্রাধান্য বেশি দেখা যায়। সিলেটির আঞ্চলিক ভাষার পাশাপাশি ইংরেজী ও বাংলা সাধু ভাষার ও সামান্যতম ব্যবহার রয়েছে।

সেকালের মতই দেওকলস ইউনিয়নে অনুষ্টিত হয় প্রাচীন সংস্কৃতির একটি অংশ নৌকা বাইচ, হাডুডু ও নানা ধরনের গান । যেমন: বাউল গান, আধুনিক গান, ভাটিয়ালী ও মুর্শিদী গানের সংস্কুতির লক্ষ করা যায়।