সিলেটের সুরমা নদীর শাখা স্রোতে জলপ্রবাত প্রতিয়মান অত্র দেওকলস ইউনিয়ন সংলগ্ন নদীটির নাম বাসিয়া নদী।
চারিদিকে প্রকৃতির লীলাভুমিতে পরিপুর্ণ নদীতে ভেসে চলে নৌকা, স্টিমার,লঞ্চ আর ও অনেক । বর্ষার সময়ে নদীতে যেন পানির কোলাহল। চারিদিকে তাকালে এপার ও ওপার যেন বিশেষ ব্যবধান হয়ে যায়। প্রকৃতিকে অপরুপ সৌন্দর্যে সাজাতে বাসিয়া নদীর বিকল্প নেই । অত্র ইউপি সাধারণ জনগণ অবসর সময়ে এসে বিকাল বেলা এসে অবসর সময় কাটায়। এ জন্য এক অপরুপ দৃশ্য।
অত্র ইউনিয়ন পরিষদ অন্তর্গত ৬নং ওয়ার্ড এর কাদিপুর হাওর হচ্ছে বিশাল হাওর । উক্ত হাওরের জন্য এলাকার মৎস্য জীবিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মৎস্য জীবি মাছ আহরন করে স্থানীয় বাজারের বিক্রি করে এলাকার জনগনের খাদ্য চাহিদা মেটায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS