দর্শনীয় স্থানের নাম |
বিবরনী |
দর্শণীয় স্থানের ঠিকানা |
চৌধুরী বাড়ী |
চৌধুরী বাড়ী একটি ঐতিহ্যবাহী বাড়ী। পূর্বে এই বাড়ীটি ছিল এই ইউনিয়নের মধ্যে একটি সেরা এবং প্রতাপশালী বাড়ী । তাদের বাড়ীর সামনে দিয়ে যেতে হলে পায়ের জুতা হাতে নিয়ে এবং ছাতা বন্ধ করতে হতো। তাছাড়া এলাকার সকল বিচার শালিশী এই বাড়ীর লোকেরাই করতো। সামনে বড় দীঘী এবং হাওয়াখানা রয়েছে।ধীরে ধীরে বাড়িটির লোকজনের অধ:পতন হয়। এবং ক্রমে ক্রমে এই বাড়িটির সকল ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। বর্তমানে বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় আছে। ভ্রমনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে পশ্চিমে আধা কিলোমিটার। কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অবস্থিত চৌধুরী বাড়ী। |
দেওকলস ইউনিয়ন পরিষদ। গ্রাম: কান্দিগ্রাম, পো: দেওকলস বিশ্বনাথ, সিলেট। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস