Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দেওকলস ইউনিয়নের ইতিহাস

৭নং দেওকলস ইউনিয়ন পরিষদ

বিশ্বনাথ, সিলেট।

 

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় দেওকলস ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নটি ১৯৬০ সনে প্রতিষ্টিত হয়। তৎকালে এই ইউনিয়নের নিকটবর্তী কান্দিগ্রামের প্রভাবশালী কতিথ একটি বাড়ী ছিল। বাড়িটির নাম ছিল চৌধুরী বাড়ী। চৌধুরী বাড়ীর সামনে কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ছিল চৌধুরীদের বাংলঘর বা দালানোর তৈরী ঘর। সেখানে ১৯৬০ সনে প্রতিষ্টা পায় "দেওকলস ইউনিয়ন পরিষদ"। 

১৯৯২ সনে সেই সময়কার নবনির্বাচিত চেয়ারম্যান এবং এলাকার মুরব্বিয়ানদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ স্থানান্তরের কাজ করা হয়। তারই ধারাবাহিকতায় গাজী মোকাম রোড অন্তগর্ত গুদামঘাট বাজার সংলগ্ন বাসিয়া নদীর পাশেই দেওকলস ইউনিয়ন পরিষদ স্থানান্তরিত হয়ে আসে। আজবদি এখানেই ইউনিয়ন পরিষদ আওতাধীন সকল প্রকার কার্যক্রম সম্পাদিত হচ্ছে।